কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তারা বাংলাদেশ সফরে এসেছেন।
সোমবার (২ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন।
এরপর তারা গাড়িযোগে কলাতলীস্থ হোটেল সায়মনে যান। সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে রোহিঙ্গা বিষয়ে অবহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর সকাল ১০টায় গাড়িযোগে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জাতিসংঘ শরণার্থীবিষয়ক বৈশ্বিক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলবিষয়ক নির্বাহী পরিচালক ড. নাতালিয়া খানেমসহ জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও তাদের সঙ্গে রয়েছেন।
আজকের বাজার/একেএ