জেলা শহরে লাবণী বিচ পয়েন্ট বৃহস্পতিবার ভোর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
নিহত ব্যক্তিদের মাদক ব্যবসায়ী দাবি করলেও তাৎক্ষণিক তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানায়নি আইনশৃঙ্খলা বাহিনীটি।
র্যাব-১৫ ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মেহেদী হাসানের ভাষ্য, মাদক ব্যবসায়ীদের আসার গোপন খবর পেয়ে ভোর ৪টার দিকে এলাকাটিতে অভিযান চালায় র্যাব-১৫ এর একটি দল।
তিনি দাবি করেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। উভয় পক্ষের ‘গোলাগুলি’ শেষে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করার কথাও জানায় র্যাবের ওই কর্মকর্তা।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।