কক্সবাজারের হিমছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতঘেঁষা মেরিন ড্রাইভের হিমছড়িতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও ব্যাগভর্তি ইয়াবা ও একটি প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল জানান, ভোরে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিল। এসময় র্যাব ও বিজিবি সদস্যদের তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দিলে কারটি দ্রুতগতিতে সামনে দিয়ে চলে যায়। এসময় র্যাব-বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র্যাব-বিজিবিও পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়।
তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তরের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান এএসপি আফরাজুল হক।।
আজকের বাজার/আরআইএস