কক্সবাজারে কারা মাদকের সঙ্গে জড়িত তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এখানে ইয়াবার সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেয়া হবে না। কোমলমতি শিশুদের মাদক থেকে রক্ষার জন্য সবার সচেতনতাও কামনা করেন তিনি।
শনিবার ৬ মে বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছেন তিনি। এরপর কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারিত অংশে বোয়িং চলাচল এবং মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া সফরসঙ্গীদের নিয়ে খালি পায়ে সমুদ্র সৈকতে হাঁটেন প্রধানমন্ত্রী।
আজকের বাজার: আরআর/ ০৬ মে ২০১৭