শহরের কলাতলী জমজম হ্যাচারি এলাকার একটি হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সদর মডেল থানার পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
ওই যুবকের নাম নেজাম উদ্দিন (৩৩)। তিনি শহরের পশ্চিমবাহার ছড়ার আনু মিয়ার পুত্র।
নিহতের নিকটাত্মীয় সাইফুল ইসলাম জানান, পুলিশের কাছে জানতে পেরে নেজাম উদ্দীনের পরিবারের সদস্যরা সেখানে যান। হোটেল সী-আফরিনের ১০৫ নং কক্ষে ফ্যানের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় নেজাম উদ্দীনকে দেখতে পাওয়া যায়।
হোটেল ম্যানেজার জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হোটেল উঠেন নেজাম উদ্দীন। এরপর থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
আজকের বাজার/একেএ