কক্সবাজারের ইনানী সৈকত এলাকায় বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী তিনটি ট্রলার ডুবে গেছে। এতে ১০ শিশুসহ ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ইনানী সৈকতের পাটুয়ারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে।
ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) স্থালিন বড়ুয়া জানান, বিকাল সাড়ে ৫টার দিকে পাটুয়ারটেকে নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত শিশু ও নারীসহ ১৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, রোহিঙ্গাবাহী নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ১৬ জনের মৃতদেহ উদ্ধার করে। এদের অধিকাংশই শিশু।
মৃতদেহ ইনানি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান তিনি।
মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ অগাস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত চলছে।
আজকের বাজার : এলকে/এলকে ২৮ সেপ্টেম্বর ২০১৭