কক্সবাজারের টেকনাফে আলোচিত সাবেক সাংসদ আবদুর রহমান বদির ১০ জন স্বজনসহ একশ’র বেশি ইয়াবা ব্যবসায়ী শনিবার আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় আত্মসমর্পকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বেলা ১১টায় টেকনাফের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বহুল আলোচিত আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
অনুষ্ঠানে মোট ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেন এবং সাড়ে তিন লাখ ইয়াবা ট্যাবলেট ও ৩০ টি অস্ত্র জমা দেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ মে থেকে শুরু হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে ও ‘বন্দুকযুদ্ধে’ শুধু টেকনাফ উপজেলায় প্রায় ৪০ জন নিহত হয়।
আজকের বাজার/এমএইচ