বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন
প্রকাশিত - জুলাই ৪, ২০১৮ ২:৪১ পিএম
কক্সবাজার শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. ইসমাইল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ জুলাই) রাত ৯টার দিকে পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সন্ত্রাসীরা স্থানীয় লালু মিয়ার পুত্র মো. ইসমাইলকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, স্থানীয়দের তথ্যমতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।
হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.