কক্সবাজারের টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১টি ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদরের রাজারছড়া এলাকা থেকে এসব ইয়াবা ও ট্রাকটি জব্দ করা হয়।
এসময় গাড়ির চালক ও ইয়াবার মালিকরা পালিয়ে যেতে সক্ষম হয়।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহির খানসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। রাজার ছড়া স্কুল সড়কে ব্যারিকেড দিলে চালক ও ইয়াবার মালিকরা নাম্বার বিহীন ড্রাম ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা দুইটি বস্তায় থাকা সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ১৩ কোটি টাকা।
এ ব্যাপারে চালক ও ইয়াবার মালিকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পরিদর্শক রাজু আহমদ।
আজকের বাজার/একেএ/