কক্সবাজারের উখিয়া উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ জুলাই) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব ৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বালুখালী জুমেরছড়া গ্রামের মৃত ছৈয়দ মোস্তফার ছেলে জাফর আলম (৪২), একই এলাকার আব্দুর রহিমের ছেলে গফুর মিয়া (৩২) ও মৃত জামাল হোছনের ছেলে মো. ছলিম (২৮)।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আজকের বাজার/একেএ