কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহারছড়া শীলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোছা. ছেনুয়ারা বেগম (৩৫)। তিনি কক্সবাজারের টেকপাড়ার জনি মিয়ার স্ত্রী।
জানা যায়, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের বাহারছড়া শীলখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার মো. বাচ্চু মৃধার নেতৃত্বে একটি দল টহলরত ছিল। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশার যাত্রীদের তল্লাশি চালিয়ে কক্সবাজারের টেকপাড়ার জনি মিয়ার স্ত্রী মোছা. ছেনুয়ারা বেগমকে (৩৫) তল্লাশি করে কোমড়ের সঙ্গে ফিটিং অবস্থায় ইয়াবার প্যাকেট পাওয়া যায়।
যা উদ্ধারপূর্বক গণনা করে ৩২ লাখ ৯৫ হাজার ২শ টাকা মূল্যমানের ১০ হাজার ৯শ ৮৪ পিস ইয়াবা পাওয়া যায়।
এছাড়া ওই নারীর কাছ হতে ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
আজকের বাজার/একেএ