কক্সবাজারের টেকনাফে ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সেন্টমার্টিনের পশ্চিমে সাগর থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সেন্টমার্টিনের পশ্চিম সাগরে সন্দেহজনক একটি কাঠের বোটকে কোস্ট গার্ড টহল দল থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে দশটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বস্তাগুলো তল্লাশি করে ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য ৭০ কোটি। জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/একেএ