কক্সবাজারে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর বনভূমির বরাদ্দ বাতিল করেছে সরকার।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এ বরাদ্দ বাতিল করে।
জাফর আলম (প্রয়াত) মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই। ২০১৬ সালে নিয়ম বহির্ভূতভাবে এ বনভূমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে যে পরিমাণ বনভূমি দরকার, তা নেই। তাই যতটুকু বনভূমি টিকে আছে, তা রক্ষা করতে সরকার সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। যার কারণে বনভূমির এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭০ একর জমি শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হয়। এ জমি ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা মূল্যে বন্দোবস্ত দেওয়া হয়।
পরে শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়।
ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দপত্রে দেশের অন্যতম জীববৈচিত্রসমৃদ্ধ বনভূমিকে অকৃষি খাসজমি হিসেবে দেখানো হয়েছে।
এতে বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বন বিভাগ। এছাড়া খুনিয়াপালং মৌজায় বন্দোবস্ত দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর এ জমি গেজেটভুক্ত রক্ষিত বনভূমি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি নিয়মবহির্ভূতভাবে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
পরে বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বায়িত্ব নেওয়ার পর এ বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে গত ২১ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, বনভূমি রক্ষার মাধ্যমে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে এ বন্দোবস্ত বাতিল করা প্রয়োজন। পরে গত ১০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের অনুকূলে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর ভুমির বন্দোবস্ত বাতিল করে।
ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুদ কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্দোবস্ত বাতিল করা হয়।
চিঠিতে বলা হয়েছে, বন্দোবস্তকৃত জমিটি গেজেটভুুক্ত বনভূমি হওয়ায় এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে। (বাসস)