কক্সবাজারে ১৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী বাজার এলাকায় ১৫ হাজার পিস ইয়াবা ও ১৮ ক্যান বিয়ারসহ নুর আহম্মেদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার (১১ জুলাই) সন্ধ্যায় ওই এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত নুর আহম্মেদউখিয়ার পালংখালী আনজুমান পাড়ার মৃত ছগির আহম্মেদের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, কক্সবাজারের উখিয়ার থাইংখালী বাজার এলাকার মেইন রাস্তার পাশে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদে এমন তথ্য পেয়ে বুধবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নুর আহম্মেদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা এবং ১৮ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর মেহেদী হাসান।

আজকের বাজার/একেএ