কক্সবাজারের টেকনাফে ২১ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ সদরের রাজারছড়ার ফজল করিমের ছেলে মো. আয়াছ (২০), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১/১ এর লাল মিয়ার ছেলে হাসমত উল্লা (২১), টেকনাফ কচুবুনিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সুরত আলম (৩২), টেকনাফ সদরের দক্ষিণ গোদার বিল এলাকার আব্দুল মালেকের ছেলে রহিম (২৪), সোহেল রানা (২১) ও আব্দুল জাবেদ (২৪)।
টেকনাফ থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/একেএ