কক্সবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কক্সবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ ১ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২০ মে) দুপুরে জেলা সদরের লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম রিফাত হোসেন (২০)। রিফাত কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিরছরা এলাকার মৃত আকতার হোসেনের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালানো হয়। এসময় রিফাত হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাজার/একেএ