কক্সবাজার-চট্টগাম মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মুখোমুখি বাস সংঘর্ষে দুই বাসের অন্ততপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (৮ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ‘সোহাগ’ পরিবহনের চালক নজরুল বাসের ভেতরে আটকা পড়েন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে চলাচল বন্ধ হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রামু কলেজগেট এলাকায় কক্সবাজারগামী হানিফ বাসের সঙ্গে চট্টগ্রামগামী সোহাগ পরিবহনের সংঘর্ষ হয়। এতে সোহাগ বাসের সামনের অংশ পেছনে সরে গিয়ে চালকের দুই পা আটকে যায়। দুই বাস দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

পরে সোহাগ বাসের সামনের অংশ কেটে আটকে যাওয়া চালকে বের করা হয়। তার দুই পা মারাত্মক জখম হয়েছে।

তিনি জানান, আহতদের উদ্ধার করে কক্সবাজার ও রামু হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশের পরিদর্শক মুজাহিদুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরানোর কাজ করছে দমকল বাহিনী ও পুলিশ।

আজকের বাজার/ এমএইচ