করোনা সংক্রমণ রোধে দেশে প্রথম রেড জোন ঘোষণা করে কক্সবাজার পৌর এলাকা লকাডাউন করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল থেকে কার্যকর হয় এই সিদ্ধান্ত। এতে কক্সবাজার পৌর এলাকা শুধু ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরণের দোকানপাট। সীমিত করা হয়েছে যান চলাচলও।
আগামী ২০ জুন পর্যন্ত চলবে এই লকডাউন। তবে সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে মুদি দোকান এবং কাঁচা বাজার। আর লকডাউনের আওতামুক্ত রয়েছে ব্যাংক।
নানা কারণে দেশে ও বিদেশে বেশ পরিচিত পর্যটন শহর কক্সবাজার। তবে দিন দিন করোনার নতুন হটস্পটে পরিণত হচ্ছে এটি। বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। আগামী দু'সপ্তাহে পুরো এলাকায় থাকছে লকডাউন, থাকছে প্রশাসনের নানা নির্দেশনা। তবে করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনকে কঠোর হবার আহবান জানিয়েছেন সচেতনমহল।