ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) আবার নতুন করে হানা দিয়েছে প্রাণঘাতী ইবোলা। খবর আল জাজিরার।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নর্থ কিভু প্রদেশে নতুন করে ৪ জন ইবোলা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, কয়েকদিন আগেই ইবোলার হানায় ডিআরসি’তে প্রাণ হারিয়েছে ৩৩ ব্যক্তি। এরপর সেখানে ইবোলার মহামারীর সমাপ্তি ঘোষণা করা হয়। তবে আগের সংকটের রেশ কাটতে না কাটতেই পুনরায় দেশটিতে হানা দিয়েছে ইবোলা।
ডিআরসি’র স্বাস্থ্যমন্ত্রী অলি ইলুঙ্গা বুধবার এক বিবৃতিতে বলেন, ইবোলায় আক্রান্ত হওয়ার নতুন ঘটনাগুলো পূর্ববর্তী মহামারীর সঙ্গে সম্পৃক্ত থাকার কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
ইলুঙ্গা বলেন, আমরা এত দ্রুত দশম বারের মতো কোন মহামারী প্রত্যাশা করিনি। তবে ঘটনাগুলো চিহ্নিতকরণের মাধ্যমে এটা বোঝা যায় যে, ইবোলা সনাক্তকরণের জন্য নজরদারি ব্যবস্থা ঠিকঠাকভাবে কাজ করছে।
উল্লেখ্য, ইবোলা হচ্ছে ভাইরাস ঘটিত মনুষ্য রোগ। সাধারণত লক্ষণগুলি ধরা পড়ে ভাইরাস সংক্রমণের দুই থেকে তিন সপ্তাহ পর।
আজকের বাজার/একেএ