কঙ্গোতে ইবোলায় ৩৩ জনের মৃত্যু

Democratic Republic of the Congo's Health Minister Oly Ilunga and his delegation are seen during a visit, near Mangina, North Kivu, Democratic Republic of the Congo August 2, 2018 in this photo obtained from social media on August 3, 2018. RASHIDI KAHONGYA/via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVES MANDATORY CREDIT.

কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ায় দেশটির পূর্ব অঞ্চলে ইতিমধ্যে ৩৩ জন মারা গেছে।

শনিবার (৪ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দেয়।

এর মধ্যে আগস্ট মাসে ১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে দেশটির উত্তর কিভু প্রদেশে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের বুলেটিনে বলা হয়, আক্রান্ত ১৩ জনের মধ্যে তিন জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র একজন কর্মকর্তা বলেন, ডিআর কঙ্গোর ‘যুদ্ধ এলাকায়’ ইবোলা আক্রান্তদের রোগ-প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডব্লিউএইচও জরুরি সেবা কার্যক্রম প্রধান কর্মকর্তা পিটার সালামা বলেন, ডব্লিউএইচও’র কর্মীরা বিবদমান সশস্ত্র গ্রুপের কমপক্ষে ১শত দলের কাছে স্বাস্থ্য সেবা পৌছাতে চেষ্টা করে যাচ্ছে। যাদের মধ্যে ২০টি গ্রুপ খুব সচল রয়েছে।

দেশটির উত্তর-পশ্চিম প্রদেশ ইশাটারে ইবোলা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যুর প্রায় সপ্তাহ খানেক পর ডব্লিউএইচও এবং দেশটির প্রশাসন পূর্বাঞ্চলের উত্তর কিভুতে ইবোলা আক্রান্ত হবার কথা জানান।

আজকের বাজার/একেএ