কঙ্গোতে মিলিশিয়াদের হামলায় ৮ জন নিহত

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে শুক্রবার চালানো হামলায় কমপক্ষে কমপক্ষে আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আরো ২০ জন নিখোঁজ রয়েছে। গোলযোগপূর্ণ এ অঞ্চলে সর্বশেষ এ গণহত্যার ঘটনায় মিলিশিয়াদের দায়ী করা হয়। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে মাসের পর মাস ধরে চালানো বিভিন্ন হামলা ও গণহত্যার ঘটনায় অ্যালায়িড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করা হয়। দেশটিতে তারা হচ্ছে সামরিক অভিযানের লক্ষ্য।
মনগিনা অঞ্চলের পুলিশ প্রধান মেজর লোসেন্ডজোলা মোরিশো এএফপি’কে বলেন, এডিএফ যোদ্ধারা ‘আজ দিবালোকে আটজনকে গলা কেটে হত্যা করেছে। সৌভাগ্যক্রমে, আমাদের হস্তক্ষেপে আরো অনেক লোকের প্রাণ বেঁচে গেছে।’
‘ওই অঞ্চলে এখনো আরো ২০ জন নিখোঁজ রয়েছে। তারা নিহত হয়েছে, জিম্মি হয়েছে না পালিয়ে গেছে সে ব্যাপারে আমরা কিছুই জানি না। আমরা তাদের খোঁজ করছি।’