জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার কঙ্গোতে তাদের শান্তিরক্ষী মিশনের মেয়াদ এক বছর বাড়িয়েছে। এসময় দেশটি থেকে পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহারের একটি পরিকল্পনার কথাও বলা হয়। খবর এএফপি’র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য এ মিশনের বিষয়ে উত্থাপন করা ফ্রান্সের প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এক্ষেত্রে কেবলমাত্র রাশিয়া ভোট দানে বিরত থাকে। কঙ্গোর মিশনটি এমওএনইউএসসিও নামে পরিচিত।
সর্বোচ্চ ১৬ হাজার ৩শ’ সৈন্য ও পুলিশ মোতায়েনের সুযোগ রেখে কঙ্গোতে এ মিশনের মেয়াদ ২০২১ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।
এদিকে নিরাপত্তা পরিষদ পর্যায়ক্রমে এমওএনইউএসসিও মিশনের সৈন্য প্রত্যাহার করে নেয়ার জন্য ২০২১ সালের সেপ্টেম্বর নাগাদ একটি পরিকল্পনা উপস্থাপনে জাতিসংঘ মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এসব সৈন্য প্রত্যাহারের সময়সীমা বেধে দেয়া না হলেও এতে বলা হয়, তারা সর্বনি¤œ তিন বছর সময় পাবে।
জাতিসংঘ মিশন কঙ্গোতে ২০ বছর ধরে কাজ করে আসছে। মিশনটির বার্ষিক বাজেট প্রায় এক বিলিয়ন ডলার।