কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে রোববার হেলিকপ্টারে গুলিবর্ষণে দক্ষিণ আফ্রিকার এক শান্তিরক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছে। জাতিসংঘ এ কথা জানায়।
শান্তিরক্ষী মিশনের এক মুখপাত্র এএফপি’কে জানান, নর্ড-কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমায় যাওয়ার পথে স্থানীয় সময় বেলা ৩ টায় হেলিকপ্টারটিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়।
ডিআরসি’র জাতিসংঘ মিশন (মনুস্কো)-এর মুখপাত্র আমাদু বা বলেন, কে বা কারা হেলিকপ্টারটিতে গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি এবং এর সুনির্দিষ্ট অবস্থান এখনও নির্ধারণ করা হয়নি।
দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এনএএনডিএফ) এক বিবৃতিতে বলেছে, ‘গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর গোমায় ৫ ফেব্রুয়ারি রোববার একটি ওরিক্স হেলিকপ্টারে গুলি বর্ষণ করা হয়েছে।’
গুলিতে এক ক্রু নিহত এবং অপর একজন আহত হয়। তবে হেলিকপ্টারটি নিরাপদে গোমা বিমানবন্দরে অবতরণ করে।
‘এসএএনডিএফ’ এই দুর্ভাগ্যজনক ঘটনায় হতাহত সৈন্যদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।