কঙ্গো নদীতে গত সপ্তাহে এক নৌকা ডুবে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে, অনেকে এখনও নিখোঁজ রয়েছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর পরিবহন মন্ত্রী সোমবার এ কথা জানান।
রোববার উত্তর-পশ্চিম ইকুয়েটার প্রদেশ কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে, নদী থেকে ২৮টি মৃতদেহ তোলা হয়েছে এবং আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছে। খবর এএফপি’র।
সোমবার একটি প্রেস ব্রিফিংয়ে পরিবহন মন্ত্রী মার্ক একিলা মৃতের নতুন সংখ্যা নিশ্চিত করেছেন। তবে, তিনি বলেন, পরিস্থিতির কারণে আমাদের পক্ষে নৌযানটির সঠিক যাত্রী সংখ্যা নির্ধারণের রেকর্ড পাওয়া সম্ভব হয়নি।
কাঠের নৌকা রাতে চালানোর অনুমোদন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বড় আকারের নৌকাটি শুক্রবার গভীর রাতে ডিআরসি’র ইকুয়েটার প্রদেশের বোলোম্বা টেরিটরির উদ্দেশ্যে এমবান্দাকা নগরী থেকে যাত্রা করে।
একিলা বলেন, ‘আমরা প্রাদেশিক কর্তৃপক্ষকে একটি তদন্ত কমিশন গঠন করতে বলেছি।’
বিস্তীর্ণ মধ্য আফ্রিকার দেশটির ব্যবহারযোগ্য রাস্তা সামান্যই। তাই, ভ্রমণের জন্য প্রায়শই হ্রদ, কঙ্গো নদী ও এর উপনদী ব্যবহৃত হয় এবং প্রায়ই নৌকাডুবির ঘটনায় বড় ধরণের প্রাণহানী ঘটে থাকে। (বাসস ডেস্ক)