কঙ্গোর অস্থিতিশীল ইতুরি প্রদেশে অজ্ঞাত এক বিদ্রোহী গোষ্ঠীর ১৩ সদস্যকে হত্যা করেছে বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে।
শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কঙ্গোর প্রতিরক্ষা বাহিনী।খবর রয়টার্সের।
প্রসঙ্গত, কঙ্গোর প্রেসিডেন্ট যোশেফ কাবিলা ২০১৬ সালে তার মেয়াদ শেষ হওয়ার পরও সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা আঁকড়ে থাকেন। এতে দেশজুড়ে অস্থিরতা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইতুরি প্রদেশের বিভিন্ন অংশে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠায় সহিংসতা ছড়িয়ে পড়ছে।
কঙ্গোর নৃগোষ্ঠীগত জটিলতার মধ্যে ইতুরিতে সবচেয়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছিল। ১৯৯৮ সালে দেশটির যেসব এলাকায় গৃহযুদ্ধের সূচনা হয়েছিল তার মধ্যে ইতুরি অন্যতম।
অনেকের আশঙ্কা, কঙ্গো ফের অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে।
আজকের বাজার/আরজেড