কঙ্গোয় ইবোলা আক্রান্ত হয়ে ২ হাজার ২৩১ জন নিহত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা মহামারীতে ২ হাজার ২৩১ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৭৩জন।খবর ভয়েস অপ আমেরিকার।

২০১৮ সালের আগস্ট মাস থেকে শুরু হওয়া ইবোলা মহামারী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নর্থ কিভু এবং ইতুরিতে প্রবল আকার ধারণ করে।

সংঘাত প্রবন ঐ দুই অঞ্চলে নানা ধরনের শশস্ত্র সন্ত্রাসী দলের কর্মকান্ডের কারনে ইবোলা চিকিৎসায়ও সাফল্য আসছে না তেমন করে।

আজকের বাজার/লুৎফর রহমান