কঙ্গোয় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৩

ডিআর কঙ্গোর পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে একটি তেলের ট্যাংকারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে অন্তত ৫৩ নিহত হয়েছে ও প্রায় একশ’ জন পুড়ে গেছে।

দুর্ঘটনাটি ঘটে শনিবার আটলান্টিক মহাসাগরের মাতাদি সমুদ্রবন্দর রাজধানী কিনশাসা মধ্যকার সংযোগ সড়কে।

কিনশাসা থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে একটি গ্রামে এ দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, ‘আমরা ৫৩ দগ্ধ লাশ গুনেছি।’

এরআগে কঙ্গোর কেন্দ্রীয় অন্তর্বর্তী গভর্নর জানান, ‘এ দুর্ঘটনায় প্রায় ৫০ জন মারা গেছে এবং একশ’ জন গুরুতর দগ্ধ হয়েছে।’

তথ্যসূত্র-বাসস।