ডিআর কঙ্গো, মালি ও ইয়েমেন গ্রুপকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। যুদ্ধকালীন সময়ে শিশু অধিকার লংঘন করায় এ সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। খবর এএফপি’র।
শিশু অধিকার ক্রমাগতভাবে লংঘন হওয়াতে জাতিসংঘের মহাসচিব এন্থনিও গুতেরেজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মহাসচিব বলেন, ‘চলতি বছরের প্রথম দিকে ইয়েমেনে শিশু হত্যাকান্ড বেশি সংঘটিত হয়েছে। সশস্ত্র বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গ্রুপ কর্তৃক শিশুদের নিয়োগ ও ব্যবহার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘২০১৭ সালে ৬ হাজার শিশু সরকারী সংস্থার হাতে এবং ১৫ হাজার শিশু বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপের হাতে নির্যাতনের শিকার হয় ইয়েমেনে। ২০১৬ সালের চেয়ে যা ছিলো বেশি সংখ্যক।’
জাতিসংঘ বলেছে, কঙ্গোতে বানা মুরা মিলিশিয়ার হাতে শিশু ধর্ষণ, যৌন নির্যাতন, অপহরণের ঘটনা ঘটেছে। অপরদিকে, কামুনিয়া নাসাপু মিলিশিয়া গ্রুপের হাতে নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে শিশু অপব্যবহার, বিদ্যালয়, হাসপাতালে হামলা ও অপহরণের ঘটনা ঘটে।
মালি সরকারী মিলিশিয়া গ্রুপ শিশুদের নিয়োগ ও অপব্যবহার করেছে।
এর বাইরেও বিভিন্ন দেশ শিশু অধিকার লংঘন করেছে। সে সব দেশের মধ্যে রয়েছে মায়ানমার। মায়ানমার দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে।
আরজেড/