‘কণ্ঠ’ নামের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিটি নির্মাণ করবেন টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
এ ছবিতে জয়াকে দেখা যাবে ক্যান্সার আক্রান্ত রোগীর থেরাপিস্টের ভূমিকায়। আর ক্যান্সার আক্রান্ত রোগী অর্থাৎ ছবির মূল চরিত্রে অভিনয় করবেন পরিচালক শিবপ্রসাদ নিজেই।
জয়া ছাড়াও এ ছবিতে দেখা যাবে পাওলি দামকে। বর্তমানে কলকাতায় একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন জয়া।
আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮