কালো মানিক খ্যাত ব্রাজিলের পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট। তার পুরো নাম ‘এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলে’। দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে ওঠা পেলের সামর্থ্য ছিল না একজোড়া ভালো জুতা বা একটি জার্সি কেনার। অথচ তার জার্সিই বিক্রি হলো ৩৩ হাজার ডলারে!
১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনাস গেরাইসের ত্রেস কোরাকোয়েস শহরের এক বস্তিতে জন্মেছিলেন পেলে। তিন তিনটি বিশ্বকাপ জিতেছেন তিনি। জন্মভূমি ব্রাজিলের হয়ে পেলে সর্বশেষ ম্যাচ খেলেন ১৯৭১ সালের জুলাইতে।
রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে তৎকালীন যুগোস্লাভিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচটি খেলেন কিংবদন্তি পেলে। সেই ম্যাচে যে জার্সি পড়ে খেলেছিলেন, সেটিই এবার বিক্রি হয়ে গেলো। সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারের জার্সিটির নিলাম হয় ইতালির তুরিন বোলাফি অকশন হাউজে। সেখানে ৩৩ হাজার ডলারে (৩০ হাজার ইউরোতে) এক ব্যক্তি জার্সিটি কিনে নেন।
এছাড়া নিলামে উঠেছিল আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি জার্সিও। ১৯৮৯-৯০ মৌসুমে নাপোলির হয়ে খেলা তার সেই জার্সি বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার ডলারে।
আজকের বাজার/আরিফ