প্রত্যেকবার সিজন শুরু হওয়ার পরই তিনি বলতে শুরু করেন, এই শোয়ের সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না৷ যুক্ত থাকবেন না করেই ১০ বছর কেটে গিয়েছে৷ ১০ বছরের সেই পথচলাই এবার চোখে পানি এনে দিল সালমান খানের৷ কি অবাক লাগছে শুনে? বুঝতেই পারছেন, বিগ বসের সঞ্চালক সালমান খানের সঙ্গে এই শোয়ের সম্পর্কের কথাই বলা হচ্ছে৷
সম্প্রতি বিগ বসের হাউজে হাজির হন সালমান খান৷ সেখানেই বিগ বসের ঘরের সঙ্গে ১০ বছরের সম্পর্কের একটি ভিডিয়ো দেখানো হয় সালমান খান-কে৷ যা দেখে কেঁদে ফেলেন ভাইজান৷ ১০ বছর কীভাবে বসের ঘরে কাটিয়ে ফেললেন সালমান খান, সেই পথচলার ভিডিয়ো দেখেই চোখে পানি এসে যায় বলিউড তারকার৷
সম্প্রতি ৫৪ বছরে পড়েন সলমন খান৷ জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে গ্যালাক্সির বারান্দায় হাজির হন বলিউড ভাইজান৷ ভক্তদের ভালবাসা দেখে আপ্লুত হয়ে যান সলমন৷ এরপরই তাঁর ছোখ থেকে পানি গড়িয়ে পড়ে৷ সালমান খানের ওই ভিডিয়োও ভাইরাল হয়ে যায়৷
দাবাং থ্রি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর, বেশ কিছুটা চিন্তায় রয়েছে সালমান খান প্রোডোকশন৷ যদিও দাবাং থ্রি-র ব্যর্থতার রেশ কাটিয়ে আপাতত রাধে-র শ্যুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন সালমান৷ এই সিনেমায় সলমনের বিপরীতে দিশা পাটানিকে দেখা যাবে বলে খবর৷
আজকের বাজার/লুৎফর রহমান