মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার ১৭ মে বুধবার রাত ২টার দিকে উপজেলার চোখতালা গ্রামে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন।
তিনি জানান, সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে একজন আহত হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। আহত ডাকাতকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি শাটারগান, একটি বন্দুকের গুলি, দুটি ধারালো অস্ত্র ও প্রায় ৩০ ফুট দড়ি উদ্ধার করেছে।
এছাড়া পুলিশের এসআই বকতিয়ার হোসেন ও কনস্টেবল আব্দুল হক আহত হলে তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার: আরআর/ ১৮ মে ২০১৭