কদমতলী খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী খালে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ পাঁচ দিন পর বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া আশামনি(৫)কদমতলীর মিরাজনগর এলাকার এরশাদের মেয়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, শিশুটি শনিবার বিকালে খালের পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায়।

‘ডুবুরিরা বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তার লাশ খাল থেকে উদ্ধার করে,’বলেন তিনি। এদিকে, রবিবার বিকালে কদমতলা এলাকায় এক খালে পড়ে যাওয়া ৬ বছর বয়সী এক ছেলে শিশুর লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান