পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের সহযোগী কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অধীনস্ত প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের শুরু সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১১৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের ইক্যুইটির ৯৯ শতাংশের মালিকানা কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড। আর কনফিডেন্স হোল্ডিংস লিমিটেডের ৪১ শতাংশ শেয়ারের মালিকার রয়েছে কনফিডেন্স সিমেন্টের।
নাটোর-বগুড়া মহাসড়কের পাশে বীরগ্রাম নামক স্থানে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত সব বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভলেপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।