ঘূর্ণিঝড় আম্পানকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে।
প্রয়োজনীয় যোগাযোগের জন্য কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হলো- ৯৫৪৬০৭২।
বুধবার সকাল ৮টা থেকে ২২ মে রাত ১০টা পর্যন্ত কন্ট্রোল রুম খোলা থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ সন্ধ্যা থেকে ভারত ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় আম্পান। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ রয়েছে ২০০ থেকে ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে মহাবিপদ সংকেত ৯ দেখিয়ে যেতে বলা হয়েছে।