কন্যা সন্তানের বাবা হলেন এনামুল হক বিজয়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনিয়মিত মুখ উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন।

রাজধানীর একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যার জন্ম হয়েছে এনামুল ও তার স্ত্রী ফারিয়ার ঘরে।

বৃহস্পতিবার রাতে খুশির খবরটি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন এনামুল হক বিজয়। তার স্ত্রী ফারিয়া এবং সদ্য জন্ম নেয়া কন্যার ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘আমাদের ঘরের আলো। ছোট্ট একটি ফুল। নিষ্পাপ একটা প্রাণ! আসলে বাবা হিসেবে আমার মনের অনুভূতিটা যথাযথভাবে প্রকাশ করতে পারছি না!! সবার কাছে শুধু একটুখানি দোয়া চাচ্ছি আমাদের মেয়ের সুন্দর এবং নিরাপদ জীবনের জন্য।’

এছাড়া মা ও শিশু উভয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন এনামুল।

উল্লেখ্য, ২০১৮ সালের জুনে দীর্ঘ দিনের বান্ধবী ফারিয়া ইয়াসমিন ইরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এনামুল হক বিজয়।