কপিরাইট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ছয় পদে ছয় জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
১)কপিরাইট সহকারী পরীক্ষক-০১ টি
২)ইনডেকসার-০১ টি
৩)কম্পিউটার অপারেটর-০১ টি
৪)সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০১ টি
৫) কপিরাইট পরিদর্শক-০১ টি
৬) লাইব্রেরিয়ান-০১ টি
আবেদনের নিয়ম
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট www.copyrightoffice.gov.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অফিস চলাকালীন সময় পর্ন্ত আবেদন করতে পারবেন।