কপিলের নতুন অনুষ্ঠান, সুনীল থাকছেন?

আবারো ছোটপর্দায় চলবে কপিল শর্মার ম্যাজিক। ‘কমেডি’র পিচে ছক্কা মেরে দর্শকদের মন জয় করতে ফের হাজির তিনি।

তবে এবারে তার দোসর হবেন না সুনীল গ্রোভার। বন্ধুহীন হয়েই মঞ্চে ফিরছেন কমেডি কিং। তবে সঙ্গে থাকতে পারেন আগের শো-র সহ-অভিনেতারা।

কলকাতার এবেলা জানায়, চলতি বছরের মার্চ থেকেই নাকি সনি টিভির একটি নতুন শো-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। শো-র প্রোমোর শুটিংও ইতোমধ্যেই শেষ করে ফেলেছেন অভিনেতা।

সূত্রের খবর অনুযায়ী, কপিলের ক্ষমা চাওয়া সত্ত্বেও তার সঙ্গে আর কাজ করতে চান না সুনীল।

সুনীল ও কপিলের একসঙ্গে কাজ করা নিয়ে টেলি-জগতে যথেষ্ট জল্পনা রয়েছে। তাদের সম্পর্কের অবনতির পরে একটি সাক্ষাৎকারে কমেডি কিং জানিয়েছিলেন যে, বন্ধুদের মধ্যে মনোমালিন্য হয়েই থাকে। তাদের ক্ষেত্রেও নাকি সেই রকমই ঘটেছিল। তবে কপিলের থেকে জুতোর বাড়ি খাওয়ার পরে যে তার সঙ্গে কাজ করতে রাজি হবেন না সুনীল, তা প্রত্যাশিতই ছিল।

তাই কপিল-ভক্তদের জন্য তার এই ‘কামব্যাক’ খুশির খবর হলেও কপিল-সুনীল জুটির অনুগামীদের অপেক্ষা করতে হতে পারে বেশ কিছু দিন।

আজকের বাজার: সালি / ০৬ ফেব্রুয়ারি ২০১৮