কফিনের বদলে গাড়ির ভেতর দাফন!

Man gives his car a funeral burial in China

চীনে এক ব্যক্তিকে কফিনের বদলে গাড়ির ভেতর দাফন করা হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট’র।

সোমবার (৪ জুন) চীনের হেবেই প্রদেশে এ অভিনব ঘটনা ঘটে।

সাউথ চায়না মর্নিং পোস্ট’র এক প্রতিবেদনে জানা যায়, মৃত্যুকালীন শেষ ইচ্ছায় কফিনের বদলে প্রিয় গাড়ির সঙ্গে নিজেকে ‘কবর’ দেয়ার অনুরোধ করায় কিউ নামের ওই ব্যক্তিকে এভাবেই দাফন করা হয়।

ছোটবেলা থেকেই গাড়ির শখ ছিল কিউ’র। অনেক বছর ধরেই পুরনো হয়ে যাওয়া সিলভার-গ্রে রঙের একটি সেডান গাড়ি চালাতেন তিনি। তাই জীবন হারিয়ে ফেললেও গাড়িটাকে হারাতে চাননি তিনি। পরিবারের কাছে অনুরোধ করেছিলেন, মৃত্যুর পর তাকে যেন কফিনে কবর না দিয়ে ওই গাড়িটাতে কবর দেয়া হয়।

পরিবারও তার অনুরোধ রাখে। গাড়ির মাপের বড় গর্ত খোঁড়া হয়। গাড়িটার ভিতরে শোওয়ানো হয় কিউকে। তারপর ক্রেনের সাহায্যে দড়ি বেঁধে আস্তে আস্তে ওই গর্তের ভিতরে গাড়ি সমেত কবর দেয়া হয় তাকে।

আজকের বাজার/একেএ