জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শনিবার (১৮ আগস্ট) এক শোকবার্তায় তিনি বলেন, কফি আনান বিশ্বে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন সে জন্য বিশ্ববাসী তাকে মনে রাখবে।
কূটনীতিক বিশ্বের অন্যতম পরিচিত মুখ কফি আনান ৮০ বছর বয়সে স্বল্পকালীন অনির্দিষ্ট অসুস্থতার কারণে মারা গেছেন বলে শনিবার তার ফাউন্ডেশন এক টুইটে জানিয়েছে।
কফি আনান বস্তুত তার পুরো পেশাগত জীবন জাতিসংঘে প্রশাসক হিসেবে কাটিয়েছেন। তিনি দুই মেয়াদে ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্বপালন করেন। দায়িত্বের মাঝামাঝি এসে ২০০১ সালে তিনি জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।
আজকের বাজার/এমএইচ