আজিমপুর কবরস্থানে এক মৃত নবজাতক শিশুকে গোসল করানোর সময় গায়ে পানি ঢালতেই মৃদু নড়েচড়ে ওঠে। সোমবার আনুমানিক সকাল ১০ টার দিকে মৃত ওই নবজাতককে গোসল করানোর সময় এ ঘটনাটি ঘটে। এর আগে সোমবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মেয়ে নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়।
জানা যায়, কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান। এসময় তিনি বাহক শরিফুলের কাছ থেকে অভিভাবকের নাম ঠিকানা লেখার প্রস্তুতি নিচ্ছিলেন। গোসলখানায় জেসমিন আক্তার ঝর্ণা নামে এক নারী নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে। এবার তিনি অফিসে দৌড়ে গিয়ে খবর দিলে মোহরারসহ উপস্থিত সকলে ছুটে যান। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন নবজাতক শ্বাস-প্রশ্বাস নিচ্ছে।
বেঁচে যাওয়া নবজাতকটির নাম মীম বলে জানিয়েছেন তার মামা পুলিশ করস্টেবল শরিফুল ইসলাম। ওই শিশুটিকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়।
আজকের বাজার/ এমএইচ