কবিগুরুর গানের মডেল জোভান ও শ্রাবন্তী

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মদিন উপলক্ষে তার গান নিয়ে নির্মাণ করা হয়েছে মিউজিক ভিডিও। ধ্রুব মিউজিক স্টেশন থেকে  কবির ‘তুমি রবে নিরবে’ গানটির ভিডিওসহ নতুন করে গানটি নির্মাণ করা হয়েছে।

আর গানটিতে মডেল হয়েছেন জোভান ও শ্রাবন্তী সাহা। অটমনাল মুনের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শ্রাবন্তী সাহা ও শাওন গানওয়ালা।

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন সুত্রে জানা যায়, বুয়েট ক্যাম্পাস এবং রাজধানীর অঁলিয়স ফ্রঁসেজ সেন্টারে দু’দিন দৃশ্যধারণ করা হয়েছে গানটির।

কবি গুরুর জন্মদিনে মিউজিক ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হবে।

আরআইএস/রাসেল