আজ ২০ জুন। কবি বেগম সুফিয়া কামালের ১০৭তম জন্মবার্ষিকী। ১৯১১ সালের আজকের দিনে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি।
কবি সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আব্দুল বারী। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও মা সাবেরা বেগমের কাছেই বাংলা পড়তে শেখেন এই মহিয়সী নারী।
সাহিত্যচর্চার পাশাপাশি নারীমুক্তি, মানবমুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন তিনি। এসবের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদকসহ ৫০টির বেশি পুরস্কার।
১৯২৬ সালে সওগাত পত্রিকায় প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশের মধ্যে দিয়ে সুফিয়া কামালের কাব্য প্রতিভার প্রকাশ ঘটে। তার রচিত সাহিত্যের মধ্যে রয়েছে কবিতা, গল্প ও ভ্রমণ কাহিনী। তার লেখা ‘একাত্তরের ডায়েরি’ সে সময়ে এ দেশের বাঙালী জীবনের অকথিত চিত্র ফুটে উঠেছে।
সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে কবি সুফিয়া কামাল ছিলেন আপোষহীন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর মৃত্যু বরণ করেন এই মহীয়সী নারী। তিনিই প্রথম বাঙালী নারী যাকে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
রাসেল/