ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগে গতকাল বুধবার রাতে কভার্ড ভ্যানের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন সালাউদ্দিন ও রাসেল আকন। হতাহত সবার বাড়ি যাত্রাবাড়ীর মীর হাজারিবাগ এলাকায়।
নিহত যুবকদের স্বজনেরা জানান, রাতে হান্নান, সালাউদ্দিন, রাসেল লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি কভার্ড ভ্যান তাঁদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। ঢাকা মেডিকেলে নেয়ার পর সালাউদ্দিন ও রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮