কমনওয়েলথ গেমসে অংশ নিতে দ্বিতীয় বহরে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে গেছেন চার ডিসিপ্লিনের ১৭ ক্রীড়াবিদ।
শনিবার গভীর রাতে চার ডিসিপ্লিনের ১৭ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা রওনা হয়েছেন।৪ এপ্রিল এই শহরে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমসের মহাযজ্ঞ।
গোল্ডকোস্টগামী দ্বিতীয় বহরের সদস্যরা হলেন- সাঁতারে আরিফুল ইসলাম, মাহমুদুন নবী নাহিদ, নাজমা খাতুন ও কর্মকর্তা রেজাউল হোসেন বাদশা। অ্যাথলেটিক্সে মেসবাহ আহমেদ ও শিরিন আক্তার, কোচ খুরশিদা খাতুন এবং পর্যবেক্ষক ফরিদ খান চৌধুরী। বক্সিংয়ে রবিন মিয়া, মোহাম্মদ আল আমিন ও আবদুল মান্নান।
ভারোত্তোলনে শিমুল কান্তি সিংহ, জহুরা খাতুন, মাবিয়া আক্তার, ফুলপতি চাকমা, ফাহিমা আক্তার এবং বিদ্যুৎ কুমার রায়। ৯ এপ্রিল সর্বশেষ বহরে গোল্ডকোস্টে দু’কুস্তিগীরসহ তিনজনের যাওয়ার কথা রয়েছে।
আজকের বাজার/আরজেড