কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলসে রৌপ্য জিতেছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী।
পাঁচ শটে পিছিয়ে থাকলেও বাকী ঘুরে দাঁড়ান।
বাকীর সুযোগ ছিল স্বর্ণ পদক জেতার। প্রথম পাঁচ শট শেষে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। অবশ্য পরের পাঁচ শটে পিছিয়ে পড়েন। তারপরের দুই শটেই ঘুরে দাঁড়ান।১২২ দশমিক ৮ স্কোর করে উঠে আসেন তালিকার প্রথমে।
তুমুল প্রতিদ্বন্দ্বীতায় ওঠা-নামার মধ্যেই ছিলেন বাকী। ২০ শট শেষেও ২০৪ দশমিক ৮ স্কোরে স্বর্ণ জেতার পথেই ছিলেন। তবে ফাইনাল চার শটে স্যাম্পসনের কাছে হেরে যান বাংলাদেশের এ শ্যুটার। ২৪৪ দশমিক ৭ স্কোর করেন বাকী। ২৪৫ স্কোর করে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যাম্পসন। ২২৪ দশমিক ১ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন ভারতের রবি কুমার।
এবারের আসরে এখন পর্যন্ত এই একটি পদকই পেয়েছে বাংলাদেশ।
আজকের বাজার/আরজেড