কমনওয়েলথ গেমস: বাংলাদেশের দ্বিতীয় রৌপ্য

কমনওয়েলথ গেমসে দ্বিতীয় রৌপ্য অর্জন করেছে বাংলাদেশ। শ্যুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকীর পর এবার ৫০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রৌপ্য জিতেছেন শাকিল আহমেদ।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টায় অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহরে অনুষ্ঠিতব্য ২১তম কমনওয়েলথ গেমসে এ পদকটি জেতেন।

এর আগে গত সোমবার শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠে ষষ্ঠ হয়েছেন শাকিল আহমেদ। এ ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে ৫৬৩ স্কোর করে ৮ম হয়ে ফাইনালে উঠেছিলেন বাকি; কিন্তু ফাইনালে ১৪ শট পর্যন্ত ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত আর পারেননি বাংলাদেশ সেনাবাহিনীর এ শ্যুটার।

রোববার বাংলাদেশকে প্রথম পদক দিয়েছেন আব্দুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশকে রৌপ্য পদক উপহার দেন বাকী।

এস/