“কমপ্লায়েন্স এন্ড ইন্টারএক্টিভ ইস্যুস ফর ট্রেকহোল্ডারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

“Compliance এর কোন বিকল্প নেই। রেগুলেটরি স্ট্রাকচার অনুযায়ী চললে অনেকগুলো উপকারে আসে, যেমনঃ সাবলীলভাব কাজ করা যায় যার ফলে বাজারের স্থিতিশীলতা এবং সম্প্রসারণে ট্রেকহোল্ডারগন যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। ”ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী (ডিসেম্বর ১৩ থেকে ডিসেম্বর ২০ তারিখ) ব্রোকারেজ হাউজের কর্মকর্তাদের নিয়ে “কমপ্লায়েন্স এন্ড ইন্টারএক্টিভ ইস্যুস ফর ট্রেকহোল্ডারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে স্বাগত বক্তব্যে ডিএসই প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিনিয়োগকারী এবং ক্লায়েন্টদের সাথে ডিল করার ক্ষেত্রে কমপ্লায়েন্স এর ইস্যুতে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে থাকি। আইন কানুন সঠিকভাবে পরিপালনের মাধ্যমে এই সব অভিযোগ এড়ানো যায়। এই ট্রেনিংগুলো থেকে সকলের জ্ঞানভান্ডার সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, এর মাধ্যমে আমরা কমপ্লায়েন্সের দিকে আরেক ধাপ এগুতে পারব। ট্রেডিং টারমিনাল কার্যকরণের কথা উল্লেখপূর্বক তিনি বলেন, যখন লভ্যাংশ ঘোষণা করা হয় তখন সার্কিট ব্রেকার ওপেন থাকে। তিনি আরও বলেন, আমরা অনেক সময় বুঝতেও পারিনা যে, আইনের লঙ্ঘন হচ্ছে। তাই যে রেগুলেটরি অবকাঠামো দেয়া হয়েছে ইস্যুয়ার কোম্পানিসহ সকলের যার যার ঝায়গা থেকে যার যার দায়িত্ব আছে, তা মেনে চলা জরুরী।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেক এ্যাফেয়ার্স এর উপ মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক এবং ডিএসই ট্রেনিং একাডেমির সিনিয়র ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।