লক্ষ্মীপুরের কমলনগরে পিকআপ ভ্যান চাপায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা-কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের ডালিম কুমার দাসের ছেলে ও হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পার্থ কুমার দাস (৩৬) এবং একই এলাকার সত্য নারায়ণ দাসের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুপন্ন কুমার দাস (৩০)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে পার্থ দাস ও রুপন্ন দাস যাচ্ছিলেন। সে সময় একটি মাছবাহী পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দেয়। এতে রুপন্ন দাস ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় পার্থ দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলনে, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে চালক ও পিকআপ ভ্যানকে আটক করা সম্ভব হয়নি।’
আজকের বাজার/এমএইচ