কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম পার হওয়ার সময় শনিবার ১২ বছরের এক শিশুর পা কেটে গেছে।
শনিবার (৩০ জুন) এ দুর্ঘটনাটি ঘটে। আহত শিশুর নাম মো. তুহিন (১২)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
উদ্ধারকারী ঢাকা রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ জানান, শিশু তুহিন রাত আনুমানিক ৮ টার দিকে, কমলাপুর রেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম রেললাইন পার হতে যাচ্ছিলো। পার হওয়ার সময়, ট্রেনের নিচে তার পা কাটা পড়ে গুরুতর আহত হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল আজিজ আরও জানান, ছেলেটি ভাসমান প্রকৃতির বিভিন্ন রেলস্টেশনে থাকে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানিয়েছেন, প্রায় বিচ্ছিন্ন হওয়া বাম পা- অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয়েছে।
চিকিৎসক আরও জানান, আহত তুহিনের আরেক পা ও কোমড়ের হার ভাঙ্গা, সর্বপরি তার অবস্থা আশংকাজনক।
আহত তুহিন জানায়, সে বিমানবন্দর রেলস্টেশনে থাকে, তার বাড়ি জামালপুর। তার বাবার নাম মো. শাহীন।